শাকিলের ব্লগ: 2014

উইন্ডোজের বাড়তি নিরাপত্তা

Posted: শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0

কম্পিউটারে অন্য কারও অনুপ্রবেশ ঠেকাতে উইন্ডোজ অপারেটিং সিষ্টেমে পাসওয়ার্ড দেওয়া হয়। উইন্ডোজে এই ব্যবহার করা পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। আবার বায়োসে পাসওয়ার্ড দিলে, সেটিও ভাঙ্গা যায়। উইন্ডোজ চালু হওয়ার পরে লগ-ইন পর্দা আসার আগেই একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া যায়। এক শুরুর দিকে পাসওয়ার্ড বলে।এই পাসওয়ার্ড দেওয়ার জন্য নিম্নের পদ্ধতি অনুসরণ করুন-
  •  Start এ ক্লিক করুন।
  • Run এ ক্লিক করুন।
  • এখন syskey লিখে এন্টার করুন। তাহলে Security the Windows Account Database ডায়ালগ বক্স আসবে।
  • এখানে Encryption Enabled এ টিক চিহ্ন দিয়ে Update বাটনে ক্লিক করুন, তাহলে Startup Key ডায়ালগ বক্স আসবে। এবার Password Startup এ টিকচিহ্ন দিয়ে ষ্টার্টআপ পাসওয়ার্ড লিখে Ok করুন। তাহলে পাসওয়ার্ড নির্ধারিত হবে এবং নিশ্চিতকরণ বর্তা আসবে। এরপর থেকে কম্পিউটার চালু করলে লগ-ইন পর্দা আসার আগেই ষ্টার্টআপ পাসওয়ার্ড ডায়ালগ বক্স আসবে। এখানে পাসওয়ার্ড না দিলে লগইন স্ক্রিন আসবেনা। আর বিকল্প পথে উইন্ডোজে প্রবেশ করা যাবে না।
  • পাসওয়ার্ড মুছে ফেলতে হলে Security the Windows Account Database ডায়ালগ বক্স থেকে Update বাটনে ক্লিক করে কোন পাসওয়ার্ড না লিখে OK করুন। এবার এগর পাসওয়ার্ড লিখে OK করলেই হবে।

বেসিক কম্পিউটার শিক্ষা ইবুক

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: ,
3

ডাউনলোড করে নিন বেসিক কম্পিউটার শিক্ষা ইবুক
পৃষ্ঠা সংখ্যাঃ ৬ পৃষ্ঠা
লেখকঃ কামরুল হাসান বাপ্পি
ইবুক সাইজঃ ৪০০ কে.বি
ফাইল টাইপঃ পি.ডি.এফ
ডাউনলোড লিঙ্ক
ইবুকটি ডাউনলোড করতে সমস্যা হলে এখানে ক্লিক করুন

Related Posts Plugin for WordPress, Blogger...