শাকিলের ব্লগ: 2013

ফেসবুকের স্পীড বাড়ান খুব সহজে

Posted: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: ,
0

আমাদের দেশের নেট স্পীড এমনিতেই খুব বেশী ভাল নয়, তার উপর বেশীর ভাগ সময় নেটের অবস্থা খুব খারাপই থাকে।
ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বেশীরভাগই ফেসবুকেই সময় ব্যয় করে, সেই ফেসবুক স্লো হলে মেজাজ কারো ঠিক থাকার কথা অবশ্যই নয়।
আজ আপনাদের এমন একটি ট্রিক দিব যাতে আপনার ফেসবুক ব্রাউজ স্পীড বেড়ে যাবে অনেকগুণ।
> প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।

মুভি ডাউনলোড ওয়েব সাইট ঠিকানা

Posted: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0

আমি যে সব সাইট এর নাম দিব তার বেসির ভাগ Media fire লিঙ্ক >>>
1) www.downloadmediafiremoviez.blogspot.com 
2)www.moviezpk.blogspot.com 
3)www.hnmovies.com 
4)www.loadzoom.com 
5)www.tamilmonster.com 

0


আজকে আমি দেখাব কিভাবে আপনার ফেসবুক বন্ধুর অ্যালবম এর সকল ছবি একসঙ্গে ডাউনলোড করবেন মাত্র তিন ক্লিক এ । এর জন্য কোন সফটওয়্যার এর দরকার নেই  অনলাইনে কাজটি করতে পারবেন । এর জন্য আপনাকে প্রথমে এই সাইট এ যেতে হবে Facebook2Zip.com তারপর Login এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >





এরপর আপনাকে একটি App এ ক্লিক করতে বলবে তাতে ক্লিক করলে নীচের চিত্রের মত নাম লিখতে বলবে । 

ভাইরাস তালিকা ও প্রতিষেধক

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0

> লিমনের পঙ্গুত্ব
> এয়ারপোর্ট বানানোর পায়তারা,
> শেয়ার বাজারের লক্ষ লক্ষ মানুষের পঙ্গুত্ব,
> ডেসটিনি,ইউনিপেটুতে কোটি মানুষের পঙ্গুত্ব,
> পদ্মা সেতু এবং আবুল হোসেন দেশপ্রেমিক,
> কালো বিড়াল এবং কথামন্ত্রী সুরঞ্জিত,
> মাতাল দীপু মণি এবং তার সফরের রেকর্ড,

রাজাকার মন্ত্রী বনাম দেশপ্রেমিক মন্ত্রী

Posted: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0

তত্ত্ববধায়ক সরকারের আমলে কোন কোন মন্ত্রীকে ফখরুদ্দিন ছুঁতেও পারেনি?? তারা হচ্ছেন জামায়াতের আমীর নিজামী ও সেক্রেটারী জেনারেল মুজাহিদ। যারা মন্ত্রী থাকাকালে মন্ত্রানালয়ের এক টাকাও এইদিক ঐদিক করে নাই, এমনকি সরকারের তরফ থেকে পাওয়া গাড়ি টেলিফোনের বিলও সামান্য উনিশ বিশ হয় নাই।
বাংলাদেশে যখন এই ধরনের মন্ত্রী দরকার বলে আমরা সবাই এক বাক্যে স্বীকার করি ঠিক তখন এই ধরনের সৎ, যোগ্য সাবেক মন্ত্রীদের ফাঁসি আদেশ শুনে উল্লাস করি।

JAD নয় চাই JAR ফাইল। নিন সমাধান

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0


আলোচনায় যাবার আগে এই দুটির মানেটা জেনে নেই।
JAD = Java Application Description এতে জাভা ফাইলটির তথ্যসমুহ থাকে।
JAR = Java Archive এইটি হলো মূল জাভা ফাইল।
ইদানীং বেশিরভাগ সাইট গেম বা অন্যান্য জাভা অ্যাপ্লিক্যাশন ডাউনলোড করার জন্য JAD ভার্সন ব্যবহার করে।
JAD ডাউনলোডে সমস্যা হলোঃ 
> ফাইলটি ব্যাকআপ থাকে।
> কারো সাথে শেয়ার করা যায় না।
> কোন কারনে মোবাইল রিসেট করলে আবার ডাউনলোড করতে হয়।
এইসব ঝামেলা শেষ করার জন্য JAR ফাইল্টি ডাউনলোড করে নেওয়াই উত্তম।
পদ্ধতি ১:-
ডাউনলোড পেজটি আসলে অ্যাড্রেস বারে .jad খুজে বের করুন। (মাঝখানে বা শেষে পেয়ে যাবেন)।

টিউনআপ ইউটিলিটি সফটওয়্যার

Posted: শনিবার, ১ জুন, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: ,
0

 
কম্পিউটারে ছোট খাট সমস্যা সমাধানে বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার

আমরা ব্যবহার করে থাকি। তবে একই সফটওয়্যারে যদি অনেকগুলো সুবিধা পাই তাহলেতো কথাই নেই। এমনই এক সফটওয়্যার টিউনআপ ইউটিলিটিস ২০০৯। ১৬.৪ মেগাবাইটের এই 

0



রত্যেকটা মোবাইল ফোনের সতন্ত্র আইএমইআই (IMEI) নম্বর থাকে। এই আইএমইআই নম্বর দ্বারা জানা যায় মোবাইল কোন ব্যান্ডের, কোন মডেলের এবং কোথায় তৈরী হয়েছে।

আইএমইআই (IMEI) নম্বর জানা: মোবাইল ফোনে *#06# চাপলে ১৫-১৭ ডিজিটের 

রেজিস্ট্রি এডিটর নিস্ক্রিয় হলে

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: ,
0


ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় রেজিস্ট্রি এডিটর ডিজেবল বা নিস্ক্রিয় হয়। ফলে রেজিস্ট্রি এডিটর খুলতে গেলে Registry editing has been disable by your administrator মেসেজ আসে। রেজিস্ট্রি 

টাস্ক ম্যানেজার নিস্ক্রিয় সচল করুন

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: ,
0


ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় টাস্ক ম্যানেজার ডিজেবল বা নিস্ক্রিয় হয়। ফলে টাস্ক ম্যানেজার খুলতে গেলে Task Manager has been disable by your administrator মেসেজ আসে। বিভিন্ন ভাবে টাস্ক ম্যানেজার সক্রিয় করতে পারেন।  

পদ্ধতি ১: এজন্য নোটপ্যাড খুলে নিচের সংকেত লিখুন এবং TM Enabled.reg নামে সেভ করুন।

Windows 7 এখন সম্পূর্ন বাংলায়

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: ,
0




উইন্ডোজ আবিষ্কারের পর থেকে আমাদের সব বাঙ্গালীর একটি আশা যেন তারা তাদের প্রিয় উইন্ডোজ ভার্সনকে বাংলায় দেখতে পারেন। আর সেই আশা পূরণ করেছে উইন্ডোজ এর নতুন ভার্সন Windows 7 এ।

নিচের লিংক থেকে আপনার অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী(৩২বিট/৬৪বিট) ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস

হ্যান্ডি টাস্ক ম্যানেজার ২.০২ ফুল ভার্সন (S40 V3~V5)

Posted: রবিবার, ২৬ মে, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: , ,
0

মোবাইলের ডিফল্ট টাস্ক ম্যানেজার তেমন বেশী তথ্য আমাদের জানায় না, দেখতেও তেমন আকর্ষনীয় নয়। তাই স্টাইলিশ মোবাইল ব্যবহারকারীরা ডিফল্ট টাস্ক ম্যানেজারের চেয়ে হ্যান্ডির বানানো টাস্ক ম্যানেজারটি বেশী পছন্দ করে। 

হ্যান্ডি টাস্ক ম্যানেজারের ফিচারঃ
১। কোন টাস্ক/সফটওয়্যার হ্যাং হয়ে গেলে কিল করতে পারবেন যেটাকে আমরা ফোর্স ক্লোজ বলি।

0


ফেসবুকের অনেক গুলো টিপসের মধ্যে এটি সবচেয়ে কম জনপ্রিয় ও দামী ট্রিক। কম জনপ্রিয় কারণ অনেকেই জানেনা ফেসবুকে ব্লাঙ্ক স্ট্যাটাস আপডেট করা যায়। বিশ্বাস না করলে নিজে একবার ট্রাই করে দেখুন, ব্লাঙ্ক স্ট্যাটাস আপডেট করার পর সবাই হুমড়ি খেয়ে কমেন্ট করবে এইটা কিভাবে সম্ভব।
অবশ্যই সম্ভব।

0

মোবাইলের ডিফল্ট ফন্ট দেখতে দেখতে বিরক্ত লাগলে অন্যরকম স্বাদের জন্য মোবাইল ব্যবহারকারীরা ফন্ট পরিবর্তন করতে চাই। অনেকেই মোবাইলের চেহেরা পরিবর্তন করতে ফন্ট পরিবর্তন করে থাকে।

কঠিন বা ক্ষতিকারক মনে করে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও ফন্ট পরিবর্তন করে না।

একদম সহজ একটা পদ্ধতিতে ফন্ট পরিবর্তন করতে পারবেন তেমন কোন ঝামেলা ছাড়া এবং ফন্ট পরিবর্তন করলে হ্যান্ডসেটের কোন রকম ক্ষতি হয় না। সেটের গতিও কমে না।

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি

Posted: সোমবার, ২০ মে, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0


১। সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করতে হবে।
২। আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস করতে হবে।

মোবাইল ইউটিউব ডাউনলোডার (সব ধরনের মোবাইলের জন্য)

Posted: শনিবার, ১৮ মে, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0


ইউটিউবে ভিডিও দেখে না এইরকম ইন্টারনেট ব্যবহাকারী আছে বলে আমি বিশ্বাস করি না।
অনেক মোবাইল থেকে ভিডিও দেখে থাকেন, দেখার পর ভালো লাগলে ডাউনলোড করতে ইচ্ছে করে।

0


মোবাইলে ভিডিও দেখা এখনকার দিনে একটা নেশার মত, আগে মিউজিক ভিডিও দেখলেও ইদানীং নাটক ও সিনেমাও মোবাইলে দেখে। 
কিন্তু অনেক সময় ভিডিও প্লেয়ার নিয়ে সমস্যায় পড়তে হয়, এই প্লেয়ারে ঐ ফরম্যাট চললে তো অন্য ফরম্যাট চলে না হেনতেন অনেক ঝামেলা।

এলসিজির "স্মার্ট মুভি" সব রকম ঝামেলা থেকে মুক্তি দিবে আপনাকে। 

৭ই মার্চ বনাম ২৫শে মার্চ।

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0


কর্তন, মার্জন ও বর্ধন হবে জেনে পড়া শুরু করি নাই এতোদিন। পান্ডুলিপিটা বঙ্গবন্ধুর লেখা হলেও বইটা প্রকাশ ছিল শেখ হাসিনার হাতে। যে মানুষটাকে আমি বিশ্বাস করতে পারি না। যাহোক অবশেষে আজ পড়া শুরু করলাম "অসমাপ্ত আত্মজীবনী - শেখ মুজিবর রহমান" বইটি। ভূমিকা পড়া শুরু করলাম, ভূমিকার ২য় পৃষ্টাতেই আমার চোখ আটকে গেল। ২য় পৃষ্টার ৩য় প্যারাটা শুরু হয়েছে এইভাবে - "১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে স্বাধীনতা ঘোষণা দেয়ার পরপরই আমাদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কের

মোবাইলের জন্য অ্যাডোব রিডার

Posted: শুক্রবার, ১৭ মে, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: , ,
0


কম্পিউটারের বই পড়া অনেকটা পুরোনো হলেও মোবাইলে বই পড়াটা নতুনই বলা যায়। অনেকেই এখনো জানেনা যে মোবাইলেও বই পড়া যায়।

অ্যাডোব রিডার দিয়ে কম্পিউটারে যেমন বই পড়া যায় তেমনি মোবাইলেও পড়া যায়।

১৫ই এপ্রিল, ২০১২-টাইটানিক ডুবির একশ বছর!

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0


RMS (Royal Mail Steamer) Titanic নামে বিশালাকার এক জাহাজ প্রায় ২,২০০ এরও বেশী যাত্রী, এবং প্রায় ৯০০ ক্রু নিয়ে সাউথহাম্পটন থেকে নিউওর্ক যাত্রার পথে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের এক হিমশীতল জায়গায় প্রকাণ্ড এক বরফ খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ১৫ই এপ্রিল ১৯১২ সালে ডুবে যায়। সেটি ছিল RMS Titanic এর প্রথম যাত্রা! এত যাত্রী নিয়ে জাহাজ ডুবির ঘটনা ইতিহাসে বিরল।

১৯৯৭ সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরনের অস্কার জয়ী “Titanic” মুভির কল্যাণে এই ঐতিহাসিক জাহাজ ডুবির কথা কম বেশী আমরা সবাই জানি। আজ ১৫ই এপ্রিল তথা ঐতিহাসিক এই জাহাজ ডুবির শততম বছর।

এতদিন পরে আজও পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষের রয়েছে এই টাইটানিক নিয়ে নানা আগ্রহ, কৌতূহল! শততম বছর নিয়ে উজ্জাপিত হচ্ছে নানা আয়োজন। এমনকি Titanic মুভিটি 3D ভার্শনে পুনরায় মুক্তি দেয়া হচ্ছে, আরও বৃহৎ পরিসরে উন্মুক্ত করা হচ্ছে টাইটানিক স্মৃতি সম্বলিত জাদুঘর। এ যেনঃ “টাইটানিক ডুবে প্রমাণ করল, সে ডুবে নাই!!” আমরাও চলুন জেনে নিই এর আদ্যোপান্ত। 

Masud Rana Series (মাসুদ রানা সিরিজ)

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: ,
0

মাসুদ রানা সিরিজের বই পড়ে নাই এইরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই নগণ্য। তাই সবার সুবিধার্থে মাসুদ রানা সিরিজের বই গুলো পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য এই পোষ্ট।

ইন্টারনেটে সবচেয়ে বড় কালেকশন এইটি।
Commando-Mission Download
Ratri-Ondhokar- Masud Rana-019 Download

আর্টসেল লিরিক্স কালেকশন

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: , ,
0

Chile Kothar Sepai(চিলে কোঠার সেপাই)


কথাঃ রুম্মান আহমেদ
কন্ঠঃ লিংকন
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ আগন্তুক-২
যা দেখ যা দেখ না
ভাঙে যত অনুভুতি চেনা অচেনা
তোমার অনাগত সম্ভাবনায়
জমে ঘুণ পোকার আর্তনাদ
তোমার নীল আকাশ শূন্য চোখে
চেয়ে থাকে অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয়


Related Posts Plugin for WordPress, Blogger...