শাকিলের ব্লগ: জুলাই 2016

"মেঘদল" বাংলাদেশের পিঙ্ক ফ্লয়েড

Posted: শনিবার, ১৬ জুলাই, ২০১৬ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0




“আমার সারা গায়ে
তোমার শহরের ধুলো মেখে
চলছি বিপুল অন্ধকারে”



সম্ভবত ২০০৭ সালে কোন এক শুভক্ষণে কোন এক শুভ ব্যক্তির কারণে “আকাশ মেঘে ঢাকা” গানটা শুনেছিলাম। গানটার প্রপার্টিজ এ গিয়ে জানলাম ব্যান্ড এবং অ্যালবামের নাম। মেঘদল ব্যান্ডের দ্রোহে মন্ত্রে ভালবাসা আমার লাগবেই। অনেক খোঁজাখুঁজি করে অ্যালবামটা সংগ্রহ করে শুনেই বুঝলাম- এই তো অন্য এক জিনিস। সেই থেকে মেঘদলের সাথে সন্ধি।
বাংলা গানের অনেক রকম ধরণ থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন লিরিকের এবং ভিন্ন কম্পোজিশনের একটি ব্যান্ড “মেঘদল”। গান পাগলা হিসেবে দেশী বিদেশী অনেক ব্যান্ডের গান শুনলেও পিঙ্ক ফ্লয়েডের মত নাড়া দিতে পারে এইরকম একটি ব্যান্ড “মেঘদল”। হ্যাঁ মাহমুদুজ্জামান বাবু এবং উনার মৃত্তিকার স্বাদ

কনফেশন অফ মার্ডার

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0

২০১২ সালের সাউথ কোরিয়ান অ্যাকশন/থ্রিলার সিনেমা হচ্ছে "কনফেশন অফ মার্ডার"। কোরিয়ানে অনুবাদ করলে নাম হয় "আই অ্যাম কিলার"।



বেজবাবা সুমনের কি থামা উচিত নয়??

Posted: by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: , ,
0

দ্বন্ধের শুরু কোথায়?
১২ বছর আগে প্রকাশিত আনন্দধারার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে গত দুই বছর আগে এই দ্বন্ধের সূত্রপাত।
সুমন বলেন - বেশ কয়েক বছর আগের কথা। এলআরবি ব্যান্ডের একটা ইন্টারভিউ আনন্দধারা ম্যাগাজিনে ছাপা হয়। সেখানে এলআরবি তাদের ব্যান্ডের কথা বলতে বলতে হঠাত আমাকে এবং অর্থহীন ব্যান্ডকে আক্রমন করা শুরু করে! (২৯শে সেপ্টেম্বর,২০১৪)

Related Posts Plugin for WordPress, Blogger...