শাকিলের ব্লগ: স্মার্ট মুভি ৪.২০ ফুল ভার্সন

স্মার্ট মুভি ৪.২০ ফুল ভার্সন

Posted: শনিবার, ১৮ মে, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: , ,
0


মোবাইলে ভিডিও দেখা এখনকার দিনে একটা নেশার মত, আগে মিউজিক ভিডিও দেখলেও ইদানীং নাটক ও সিনেমাও মোবাইলে দেখে। 
কিন্তু অনেক সময় ভিডিও প্লেয়ার নিয়ে সমস্যায় পড়তে হয়, এই প্লেয়ারে ঐ ফরম্যাট চললে তো অন্য ফরম্যাট চলে না হেনতেন অনেক ঝামেলা।

এলসিজির "স্মার্ট মুভি" সব রকম ঝামেলা থেকে মুক্তি দিবে আপনাকে। 

যেকোন ফরম্যাট চালাতে পারবেন (3gp,mp4,avi)।
তারউপর রেজিস্টারের কোন ঝামেলা নেই কারণ আমি আপনাকে দিচ্ছি একটা ক্র্যাক ফাইল যেটির সাহায্যে রেজিস্টারের ঝামেলা চুকে যাবে।
ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন। প্রথমে স্মার্ট মুভি সিস ফাইলটি ইনস্টল করুন তারপর ক্র্যাক ফাইলটি ইনস্টল করুন।

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...