শাকিলের ব্লগ: মোবাইল ফন্ট পরিবর্তন করুন অতি সহজে (সিম্বিয়ান ফোন)

মোবাইল ফন্ট পরিবর্তন করুন অতি সহজে (সিম্বিয়ান ফোন)

Posted: রবিবার, ২৬ মে, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: ,
0

মোবাইলের ডিফল্ট ফন্ট দেখতে দেখতে বিরক্ত লাগলে অন্যরকম স্বাদের জন্য মোবাইল ব্যবহারকারীরা ফন্ট পরিবর্তন করতে চাই। অনেকেই মোবাইলের চেহেরা পরিবর্তন করতে ফন্ট পরিবর্তন করে থাকে।

কঠিন বা ক্ষতিকারক মনে করে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও ফন্ট পরিবর্তন করে না।

একদম সহজ একটা পদ্ধতিতে ফন্ট পরিবর্তন করতে পারবেন তেমন কোন ঝামেলা ছাড়া এবং ফন্ট পরিবর্তন করলে হ্যান্ডসেটের কোন রকম ক্ষতি হয় না। সেটের গতিও কমে না।


দুই উপায়ে মোবাইলের ফন্ট পরিবর্তন করতে পারবেন।
১। ফন্টরোটর-এর সাহায্যে এবং
২। ফ্লিপফন্টের সাহায্যে।
দুটি উপায়ে আপনাদের শিখিয়ে দিব।
প্রথম উপায়ঃ ফন্টরোটর
নিচের লিংক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন। 
এক্সট্রাক্ট করলে দুটি ফাইল বা সফটওয়্যার পাবেন।
১। FontRoutre MAN
২। Fontrouter LT
প্রথমে Fontrouter LT ইন্সটল করুন তারপর Fontrouter MAN ইন্সটল করুন।
LT বেস ফাইল তাই খুঁজে পাবেন না। 
আপনার ফোনের Application বা Installation ফোল্ডারে গেলেই দেখবেন Fontrouter Man নামে একটা নতুন সফট্‌ওয়্যার পাবেন।
FontRouterMan সফট্‌ওয়্যারটি ওপেন করুন, 
Option > Open Font এ ক্লিক করে আপনার ফন্টটি নির্বাচন করুন।
Y Adjust = 4 সেট করুন।
অন্যান্য সেটিং পরিবর্তন করার প্রয়োজন নেই।
আবার অপশন থেকে Font Install নির্বাচন করুন। 
Configure File Info বা Optimize Config File এই অপশন দুটিও  ওকে করতে পারেন, না করলেও সমস্যা নাই। 
এইবার আপনার সেটটি রিস্টার্ট করুন। 
ফন্ট পরিবর্তন হয়ে গেছে। 


২য় উপায়ঃ ফ্লিপ ফন্ট
এই প্রক্রিয়াটি উপরেরটির চেয়েও সহজ,

নিচের লিংক থেকে ফ্লিপ ফন্ট ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি ইনস্টল করুন।
application  বা Installation এ গিয়ে ফ্লিপফন্ট নামে সফটওয়্যারটি ওপেন করুন।
আপনার পছন্দের ফন্ট নির্বাচন করে ফোন রিস্টার্ট করুন।
আপনার ফোনের ফন্ট পরিবর্তন হয়ে গেছে।
কোন সমস্যা হলে জানাবেন।

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...