হ্যান্ডি টাস্ক ম্যানেজার ২.০২ ফুল ভার্সন (S40 V3~V5)
Posted: রবিবার, ২৬ মে, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: মোবাইল টুকিটাকি, সিম্বিয়ান S60^3, সিম্বিয়ান S60^5
0
মোবাইলের ডিফল্ট টাস্ক ম্যানেজার তেমন বেশী তথ্য আমাদের জানায় না, দেখতেও তেমন আকর্ষনীয় নয়। তাই স্টাইলিশ মোবাইল ব্যবহারকারীরা ডিফল্ট টাস্ক ম্যানেজারের চেয়ে হ্যান্ডির বানানো টাস্ক ম্যানেজারটি বেশী পছন্দ করে।
হ্যান্ডি টাস্ক ম্যানেজারের ফিচারঃ
১। কোন টাস্ক/সফটওয়্যার হ্যাং হয়ে গেলে কিল করতে পারবেন যেটাকে আমরা ফোর্স ক্লোজ বলি।
২। সহজেই যে কোন অ্যাপ্লিকেশন ক্লোজ করতে পারবেন।
৩। সকল চালু টাস্ক এক কমান্ডে ক্লোজ করতে পারবেন।
৪। র্যাম,মেমরী সম্পর্কে সঠিক তথ্য দেখাবে।
৫। লুক আপ অপশন থেকে ফোনের যেকোন জিনিস সহজেই খুঁজে নিতে পারবেন।
৬। ফেবারিট ট্যাবটি শর্টকাট মেনু হিসেবে কাজ করে।
নিশ্চয়ই এতোগুলো সুবিধা থাকার পর মিস করবেন না।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন তারপর ইনস্টল করুন। কাজ শেষ।
হা হ্যান্ডি টাস্ক ম্যানেজার ইনস্টল হওয়ার পর আপনার ফোনের ডিফল্ট টাস্ক ম্যানেজার দেখা যাবে না, ডিফল্ট টাস্ক ম্যানেজার হিসেবে হ্যান্ডি টাস্ক ম্যানেজার কাজ করবে।
কীঃ 57923024-40339506 (ইনস্টল হবার পর ওপেন করে ট্রায়াল নির্বাচন করুন তারপর অপশন থেকে রেজিস্টার নির্বাচন করে কী গুলো দিয়ে রেজিস্টার করুন।