মোবাইল ইউটিউব ডাউনলোডার (সব ধরনের মোবাইলের জন্য)
Posted: শনিবার, ১৮ মে, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: মোবাইল টুকিটাকি
0
ইউটিউবে ভিডিও দেখে না এইরকম ইন্টারনেট ব্যবহাকারী আছে বলে আমি বিশ্বাস করি না।
অনেক মোবাইল থেকে ভিডিও দেখে থাকেন, দেখার পর ভালো লাগলে ডাউনলোড করতে ইচ্ছে করে।
কিন্তু ইউটিউবে ডাউনলোড করার অপশন নাই তাই আলাদা সফটওয়ার দিয়ে ডাউনলোড করতে হয়।
নিচ থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
JAR ফাইল তাই প্রায় সব মোবাইলেই কাজ করবে।
আপনার পছন্দ মত ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।