Windows 7 এখন সম্পূর্ন বাংলায়
Posted: শনিবার, ১ জুন, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী: কম্পিউটার জোন, সমস্যা ও সমাধান
0
উইন্ডোজ আবিষ্কারের পর থেকে আমাদের সব বাঙ্গালীর একটি আশা যেন তারা তাদের প্রিয় উইন্ডোজ ভার্সনকে বাংলায় দেখতে পারেন। আর সেই আশা পূরণ করেছে উইন্ডোজ এর নতুন ভার্সন Windows 7 এ।
নিচের লিংক থেকে আপনার অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী(৩২বিট/৬৪বিট) ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস
প্যাক ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করুন। এখন, কম্পিউটার রিস্টার্ট করুন। দেখবেন আপনার পিসির উইন্ডোজের ইন্টারফেস বাংলায় পরিবর্তন হয়ে গেছে। আপনার প্রিয় উইন্ডোজ এখন বাংলায়।
Windows 7 ভাষা ইন্টারফেস প্যাক