শাকিলের ব্লগ: JAD নয় চাই JAR ফাইল। নিন সমাধান

JAD নয় চাই JAR ফাইল। নিন সমাধান

Posted: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩ by অসামাজিক শাকিল in ক্যাটাগরী:
0


আলোচনায় যাবার আগে এই দুটির মানেটা জেনে নেই।
JAD = Java Application Description এতে জাভা ফাইলটির তথ্যসমুহ থাকে।
JAR = Java Archive এইটি হলো মূল জাভা ফাইল।
ইদানীং বেশিরভাগ সাইট গেম বা অন্যান্য জাভা অ্যাপ্লিক্যাশন ডাউনলোড করার জন্য JAD ভার্সন ব্যবহার করে।
JAD ডাউনলোডে সমস্যা হলোঃ 
> ফাইলটি ব্যাকআপ থাকে।
> কারো সাথে শেয়ার করা যায় না।
> কোন কারনে মোবাইল রিসেট করলে আবার ডাউনলোড করতে হয়।
এইসব ঝামেলা শেষ করার জন্য JAR ফাইল্টি ডাউনলোড করে নেওয়াই উত্তম।
পদ্ধতি ১:-
ডাউনলোড পেজটি আসলে অ্যাড্রেস বারে .jad খুজে বের করুন। (মাঝখানে বা শেষে পেয়ে যাবেন)।

.jad কে .jar বানিয়ে ওকে করুন।
তাহলেই JAR ফাইল ডাউনলোড শুরু হবে।
এই উপায়ে কাজ না হলে নিমোক্ত উপায়ে কাজ শুরু করুন।
পদ্ধতি ২:-
> JAD ফাইলটি ডাউনলোড করুন। (Opera,UC browser বা qq Browser ব্যবহার করুন, অবশ্যই ডিফল্ট ব্রাউজার নয়)।
> রিনেম করা যায় এইরকম ফাইল ম্যানেজার দিয়ে Jad ফাইলটিকে txt ফাইলে রিনেম করুন। যেমনঃ nfs.jad থেকে nfs.txt (X-plore বা Fexplore টাইপের ফাইল ম্যানেজার ব্যবহার করুন)।
> TEXT ফাইলটি ওপেন করুন। কিছু হিজিবিজি সংকেত বা শব্দের মধ্য থেকে MIDlet-Jar-Url: খুঁজে বের করুন।
MIDlet-jar-url: এর পরে যে লিংক পাবেন সেটি দিয়ে JAR ফাইলটি ডাউনলোড করে নিন।

অবশ্যই পেয়ে যাবেন JAR ফাইল।

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...