শাকিলের ব্লগ: অ্যাপ্লিকেশনকে ইন্টারনেট ব্যবহার থেকে ব্লক করে রাখুন

অ্যাপ্লিকেশনকে ইন্টারনেট ব্যবহার থেকে ব্লক করে রাখুন

Posted: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭ by SK SHAKIL in ক্যাটাগরী: ,
0



আমরা বেশীর ভাগ সময় ক্র্যাক সফটওয়ার ব্যবহার করি এবং ইদানীং এইসব ক্র্যাকের ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করা জরুরী নয়ত আবার আনরেজিস্টার হয়ে যায়। 

তাছাড়া কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে জায়ান্টের মত ডাটা ব্যবহার করলে বা অন্য কোন ভাবে কোন সফটওয়ারকে অনাকাঙ্খিত ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখতে নিচের স্টেপ গুলো যথাযথ ভাবে অনুসরণ করুন।
 
১) সার্চ ওপেন করুন। (উইন্ডোজ কী + এস অথবা স্টার্ট মেনুর উপর রাইট বাটনে ক্লিক করে সার্চ ওপেন করুন)।
২) সার্চে Windows Firewall লিখুন। এবং রেজাল্ট থেকে Windows Firewall এ ক্লিক করে ফায়ারওয়াল ওপেন করুন।
৩) বাম পাশে উপরের কোণায় Allow an app or feature through windows firewall এ ক্লিক করুন।
8) একটা লিস্ট আসবে, সেটির ডান পাশে কোণায় Change Settings এ ক্লিক করুন।
৫) তারপর যে অ্যাপটি ব্লক করবেন সেটি টিক চিহ্ন উঠিয়ে দিন।
৬) ওকে ক্লিক করে নিশ্চিত করুন।

হয়ে গেল।


ধন্যবাদ।

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...