শাকিলের ব্লগ: সেরা ১০ মেটাল গীতিকার

সেরা ১০ মেটাল গীতিকার

Posted: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭ by SK SHAKIL in ক্যাটাগরী: ,
0

মেটাল বা ধাতু গানের গীটার ড্রামের কাজের পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশী প্রভাব বিস্তার করে সেটা হলো লিরিক। জনরা অনুযায়ী লিরিকেও পার্থক্য দেখা যায়। একেকটি জনরা বা ব্যান্ড একেকটি থীমে লিরিক লিখে। তবে মেটাল গানের মোটামুটি কমন বলা যায় বিভিন্ন সামাজিক অসঙ্গতি সম্পর্কীয় থীম সেটি হতে পারে দুর্নীতি, চাইল্ড অ্যাবিউজ, অ্যাডিকশন, আবার ধর্ম, পার্সেপশন এইসব নিয়েই অনেক বেশী গান বা লিরিক লেখা হয়। স্টোরিটেলিং এর ব্যাপার থাকলেও সেটাকে কাব্যিক ভাবে উপস্থাপনও চ্যালেঞ্জিং একটা ব্যাপার। বলা যায় - মেটাল গানে ড্রামার বা গীটারিস্টকে যেমন সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে হয় তেমনি গীতিকারকেও দিতে সর্বোচ্চ কলম-মগজের সমন্বয়।

আমার অল্প জ্ঞানে চেষ্টা করেছি সেরা ১০ গীতিকার নির্বাচন করতে। সম্পূর্ণ আমার ব্যক্তিগত তালিকা। তাই আপনার সাথে না মেলার সম্ভবনা বহুগুণ।






১) জেমস হেটফিল্ড – মেটালিকা
২) চাক সোল্ডাইনার – ডেথ
৩) ডিও – ব্ল্যাক সাবাথ/ডিও/রেইনবো/হেভেন & হেল
৪) ডেভ মাস্টেন – মেগাডেথ
৫) স্টিভ হ্যারিস/ব্রুস ডিকিনসন – আইরন মেডেন
৬) মাইকেল ইকারফেল্ডট – অপেথ
৭) ফিল আনসেলমো – প্যানথেরা
8) কিং ডায়মন্ড
৯) মেয়নার্ড জেমস কিনান – টুল
১০) ক্রিস বার্নস – ক্যানিবাল কর্পস, সিক্স ফিট আন্ডার

আপনার পছন্দের তালিকাটি শেয়ার করতে পারেন। 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...